দেশ সেরা শিশু শিল্পীদের ৪ টি মায়ের গজল । Top 4 Gojol For Mother 2024

Описание к видео দেশ সেরা শিশু শিল্পীদের ৪ টি মায়ের গজল । Top 4 Gojol For Mother 2024

দেশ সেরা শিশু শিল্পীদের ৪ টি মায়ের গজল । Top 4 Gojol For Mother 2024


   • বাছাই করা ২০২৩ সালের সেরা ৪ টি গজল | ...  


1.Song : Tumi Keno Nei Pashe Maa
Lyric & Tune : Radibillahill Bakee
Singer : Abde Rabbi
Sound Design : Mahfuzul Alam
Dop & Edit : Skm Jahid

Lyrics:
............................
যখন সন্ধ্যে হল সাঙ্গ খেলা
তুমি কেন নিতে এলেনা ?
যখন রাত্রি হলো ডুবলো বেলা
তুমি কেন নেই পাশে মা ?
সকাল হলে সবার আগে
উঠাও ডেকে যাও নামাজে,
এখন কেন, আগের মতো
মধুর সে সুর শুনিনা ।।

দুপুরের রোদ____
ঘামে ভেজা আমি মা
শান্তি খুঁজি বলো কিসের ছাঁয়ায় ?
আহারের টান____
ঘরে ফিরে আমি মা
অশান্ত এ মন খুঁজছে তোমায় ।
স্বপ্নগুলো উড়ির ঢিবির মতো ভাঙছে সদাই
যাওনা যাওনা, কেন চলে গেলে তুমি বলে যাও না ?

পাই না'ক দেখি যত তোমার মতো মুখ
সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়,
শাসনের মায়া যত ঝড়ে দু'চোখে তোমার
কে দেবে আমায় মা কে দেবে আমায় ?
হারিয়ে গিয়েও কতজন মা ফিরে পায়,
তবে কেন আসোনা, একবারও দেখতে আমায় ?
ওপারের বাগানে কি মিলবো আবার?
তাও অজানা মাগো তাও অজানা।।


2.Song: Maa
Lyric: Atikul Islam
Tune: Tahmida Tasnia
Singer: Hassan Arib
Sound Design: Ishrak Hussain
Video Making: Shehzaad

Lyrics:
............................
ফুল ফোটে ফুল যায় ঝরে যায়
চাঁদ ওঠে চাঁদ যায় ডুবে যায়
সকালের সোনা রোদ সাঝে থাকেনা
শুধু মায়ের ভালোবাসা শেষ হয় না।

মা' যে আমার খোদার দেয়া সৃষ্টির সেরা ইনাম,
দুনিয়াতে কোনো কিছু যে হয়না তারই সমান,
রঙধনুর সাত রঙ সেতো বদলায়
ক্ষণে ক্ষণে মানুষের মনও বদলায়
চেনা চেনা মুখগুলো হয় অচেনা।
শুধু মায়ের ভালোবাসা শেষ হয় না...

আমার মায়ের আঁচল যেন আরশের শীতল ছায়া,
হাসলে মায়ে যায় বয়ে ফেরদাউসেরই হাওয়া,
এ জীবনে চাওয়া আর কি আছে
মাগো তুমি যদি থাকো মোর পাশে
তুমি যে আমার মা সব সুখের মোহনা।
শুধু মায়ের ভালোবাসা শেষ হয় না...

3. Maa k mone pore
Lyric & Tune: Humayun Kabir Shabib
Singer: Hussain Ahmad
Sound Design & Video: Mahdi Hasan
Video Edit : Abdullah Al Masum


Lyrics:
............................

মনি, মুক্তা, পান্না, হীরা দামি গহনা
মায়ের সাথে কোন কিছুর হয়না তুলনা
মায়ের মুখের মিষ্টি হাসি দেখলে পরান ভরে
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে।।

মাগো মা ওগো মা প্রিয় মা....

মা জননী এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত
মায়ের পায়ের নিচে জানি রয়েছে জান্নাত
মাগো তুমি আমায় ছেড়ে যাইও না গো দূরে।।

মা ছাড়া আর কাউকে আপন ভাবতে পারিনা
মা ছাড়া আর কাউকে ভালোবাসতে পারিনা
মাকে ঘিরে স্বপ্ন সাজাই মনের ভিতরে।।

4.Kothay Acho Maa
Lyric & Tune: Aiesa Sumaiea
Singer: Showkat Osman
Sound Design: Hasan Nazmul
Video Director: Saim Ahmad Sharif

Lyrics:
............................
কোথায় আছো মা?
আমি কিচ্ছু জানি না,
কেমন আছো মা?
আমি তাও তো জানিনা।
একটি বারের জন্য শুধু জানতে আমি চাই,
আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায়!

আমার মায়ের উপর রহম করো তুমি প্রভু,
জাহান্নামের আগুন তাকে ছোঁয় না যেন তাকে কভু।
জান্নাতেরই একটি ঘরে রেখো তুমি তাকে-
কেমন করে বোঝাই কত ভালোবাসি মা কে।

তুমি ছাড়া জীবন আমার ধুধু মরুভূমি,
হাজার জনের ভিড়েও আজও বড্ড একা আমি;
সবাই যখন আঘাত দিতো তোমার কাছে যেতাম,
তোমার বুকে মুখটি গুঁজে সুখ খুঁজে পেতাম।
সেই তুমি মা হঠাৎ করে কোথায় চলে গেলে-
নিঠুর দুনিয়ায় আমাকে এমনি একা ফেলে।


Connect on Shopnoshiri Social platform
..............................................................................
Shopnoshiri fan Group:
  / shopnoshiriofficial  

Sound place facebook page :
  / soundplaceofficial1  

shopnoshiri Facebook page :
  / shopnoshiri.bd  

Tiktok
..............
  / soundplace.official1  

  / shopnoshiriofficial  

শিশু শিল্পীদের জন্য সুখবর !
সুমধুর কন্ঠের অধিকারী শিশু শিল্পী যারা উপযুক্ত প্লাটফর্মের অভাবে প্রতিভা বিকশিত করতে পারছে না, আমরা তাদের পড়াশোনাসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করবো ইনশাআল্লাহ।
ফোন করুন: 01771-535611
🔸🔹কেন্দ্রীয় কার্যালয় :
গন্ধরাজ সিটি গার্ডেন, নিউ টাউন আ /এ ২য় তলা (সাইনবোর্ড ) মাহমুদনগর ডেমরা, ঢাকা।
▶ 📩 Email: [email protected]



#shopnoshiri
#maa
#gojol
#ghazal
#gojol
#ghazal

Комментарии

Информация по комментариям в разработке